হিফজখানা খোলার অনুমতি দিল সরকার

প্রকাশ | ০৮ জুলাই ২০২০, ২১:৪৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

দেশের সবধরনের হিফজুল কোরআন মাদ্রাসা খোলার অনুমতি দিয়েছে সরকার। আগামী ১২ জুলাই (রবিবার) শিক্ষা কার্যক্রম চালু করতে পারবে হিফজ মাদ্রাসাগুলো।

কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের দায়িত্বশীলদের আবেদনের ভিত্তিতে এই অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বুধবার বিকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহা. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বৈশ্বিক কোভিড-১৯ (করোনা ভাইরাস) এর প্রাদুর্ভাব পরিস্থিতিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে হাফিজিয়া মাদ্রাসা এবং হিফজখানার কার্যক্রমও বন্ধ রয়েছে।

হাফিজিয়া মাদ্রাসা এবং হিফজখানার শিক্ষা কার্যক্রমে নিরবচ্ছিন্ন অধ্যাবসায়ের আবশ্যকতার কথা উল্লেখ করে এর কার্যক্রম চালু করার বিষয়ে কর্তৃপক্ষের নিকট দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের পক্ষ হতে আবেদন করা হয়েছে।

তাতে আরও বলা হয়েছে, বর্তমান প্রেক্ষাপটে সার্বিক অবস্থা পর্যালোচনা করে আবেদনের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করত শুধুমাত্র হাফিজিয়া মাদ্রাসা/হিফজখানার কার্যক্রম আগামী ১২ জুলাই ২০২০ হতে চালু করার অনুমতি প্রদান করা হলো।

এ সকল হাফিজিয়া মাদ্রাসা হিফজখানার কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি আবশ্যিকভাবে অনুসরণ করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ বিজ্ঞপ্তি জারি করা হলো।

(ঢাকাটাইমস/০৮জুলাই/জেবি)