এশিয়া কাপ বাতিল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ জুলাই ২০২০, ২৩:০৩ | প্রকাশিত : ০৮ জুলাই ২০২০, ২২:৫৭

করোনা সংক্রমণের জেরে বাতিল হয়ে গেল এশিয়া কাপ। বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী নিশ্চিত করেছেন এই খবর। তিনি বলেছেন, ‘‌সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ছিল। কিন্তু তা বাতিল করা হয়েছে।’‌

এশিয়া কাপ আয়োজনে এবার মরিয়া ছিল পাকিস্তান। শ্রীলঙ্কায় এই টুর্নামেন্ট আয়োজন করার চেষ্টা চালাচ্ছিল আয়োজক পিসিবি। এদিকে টি-২০ বিশ্বকাপও প্রায় বাতিল হওয়ার পথে। এশিয়া কাপে গত দুই আসরেই ফাইনাল খেলে বাংলাদেশ। কিন্তু দুইবারই ভারতের কাছে হেরে যায় টাইগাররা।

এশিয়া কাপ বাতিল হওয়ার খবর প্রকাশ হলেও বাংলাদশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বলা হয়েছে যে, এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক ঘোষণা তারা পাননি।

বুধবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এ বিষয়ে গণমাধ্যমকে বলেছেন, ‘তিনি (সৌরভ গাঙ্গুলী) কোন প্রেক্ষাপটে এটি বলেছেন, ঠিক বলতে পারছি না। আমি যতদূর জানি এসিসি এ টুর্নামেন্ট আয়োজনের সম্ভাব্যতা নিয়ে কাজ করছে। এ সময়ে যদি সম্ভব নাও হয়, তাহলে কখন আয়োজন করা যেতে পারে, সেটি নিয়ে কাজ চলছে। আইসিসিও একই কাজ করছে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। আনুষ্ঠানিকভাবে এটা নিয়ে বলার কিছু নেই বলেই জানি।’

বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে এটি নিয়ে এখনো কিছু শুনিনি। বিসিবি সভাপতি (বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি) লন্ডনে আছেন। তাঁর আজ অস্ত্রোপচার হওয়ার কথা। এ মুহূর্তে তাঁর সঙ্গে কথা বলার সুযোগ নেই। তবে আমরাও শুনেছি টুর্নামেন্টটা এ বছর যথা সময়ে আয়োজন নিয়ে যথেষ্ট সংশয় আছে।’

(ঢাকাটাইমস/৮ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :