ফেসবুকসহ ৮৯ অ্যাপ ব্যবহারে ভারতীয় সেনায় নিষেধাজ্ঞা

প্রকাশ | ০৯ জুলাই ২০২০, ০৮:৩৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

সীমান্তে উত্তেজনার জেরে সম্প্রতি চীনের ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। এবার সেনাদের জন্য নতুন করে এই নিষেধাজ্ঞা আও বাড়িয়েছে দেশটি। সেনাদের জন্য ৮৯ অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

এসব অ্যাপের মধ্যে ফেসবুক ও ইনস্টাগ্রামের মত জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমও রয়েছে। নিষিদ্ধ টিক টক, ট্রু কলারের মত অ্যাপও। এইসব অ্যাপের মাধ্যমে ভারতীয় সেনার স্পর্শকাতর তথ্য পাচার হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় জানিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

ভারতীয় সেনা সদস্য সংখ্যা অন্তত ১৩ লাখ। তাদের প্রত্যেককেই জরুরি ভিত্ততে এইসব অ্যাপগুলি ডিলিট করতে বলা হয়েছে। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে সব অ্যাপ ডিলিট করার নির্দেশ দেওয়া হয়েছে। আগেও এইসব অ্যাপের মাধ্যমে শত্রুপক্ষের কাছে ডেটা পাচার হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ভারত। তাই এবার কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। অ্যাপ ডিলিট না করতে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে ভারতীয় সেনা।

গত বছরের শেষে ভারতীয় সেনাকে অফিশিয়াল কাজের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে নিষেধ করা হয়।

ঢাকা টাইমস/০৯জুলাই/একে