২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্র-ব্রাজিলেই আক্রান্ত লক্ষাধিক, মৃত ২০০০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৯ জুলাই ২০২০, ০৮:৪৪

করোনাভাইরাস মহামারিতে বিধ্বস্ত গোটা বিশ্ব। তবে এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনার ভয়াবহতা থামছেই না। নতুন করে করোনার কেন্দ্র হয়ে উঠেছে ব্রাজিল। দুই দেশে গত একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখের বেশি মানুষ।

বুধবার যুক্তরাষ্ট্রে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৮৪৮ জন এবং মৃত্যু হয়েছে ৮৯০ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৫৪১ জন এবং মৃত্যু হয়েছে ১১৮৭ জনের।

করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৩১ লাখ ৫৮ হাজার ৯৩২ জন। যুক্তরাষ্ট্রে করোনার আঘাতে মৃত্যু হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৬২ জনের। করোনায় মোট মৃতের দিক থেকেও প্রথমে রয়েছে দেশটি। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ৯২ হাজার ৬৭৯ জন।

করোনায় আক্রান্তের থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ১৭ লাখ ১৬ হাজার ১৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং দেশটিতে মৃত্যু হয়েছে ৬৮ হাজার ৫৫ জনের। আর এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ১১ লাখ ১৭ হাজার ৯২২ জন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ২১ লাখ ৬২ হাজার ৬৮০ জনে। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ৫১ হাজার ৯৭৬ জন। সুস্থ হয়েছেন ৭০ লাখ ২৯ হাজার ৫২১ জন।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২লাখ ১৩ হাজার ৩৯৯ জন। মারা গেছেন ৫৩৭৫ জন। আর একই সময়ে সুস্থ হয়েছেন পৌনে দুই লাখ।

ঢাকা টাইমস/০৯জুলাই/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :