আশুলিয়ায় গ্যাস বিস্ফোরণে মুত্যুর ঘটনায় হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)
 | প্রকাশিত : ০৯ জুলাই ২০২০, ১৫:১৩

আশুলিয়ায় বাসাবাড়ির অবৈধ গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে শিশু ও নারীসহ একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। গত বুধবার রাতে ওই ঘটনায় নিহত আবুল কাশেমের মামা আজিজুল ইসলাম আশুলিয়া থানায় এ মামলা করেন।

মামলায় ইউপি সদস্যসহ সাতজনকে আসামি করা হয়েছে। তবে এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মামলার আসামিরা হলেন- বাড়ির মালিক সামছুদ্দিন, কেয়ারটেকার জহিরুল, যুবলীগ নেতা কুসুম মোল্লা, তার ভাই হুমায়ূন মোল্লা, স্থানীয় ইউপি সদস্য জাকির, সপু ও আলমগীর।

আজিজুল ইসলাম জানায়, গত ৪ জুলাই ভোরে আশুলিয়ার দূর্গাপুর পূর্বচালা এলাকায় সামছুদ্দিনের মালিকানাধীন ভাড়া বাড়ির একটি কক্ষে বিস্ফোরণ ঘটে। এতে ওই কক্ষের ভাড়াটিয়া গার্মেন্ট শ্রমিক আবুল কাশেম, তার স্ত্রী ফাতেমা ও ছয় বছরের শিশু সন্তান আল-আমিন দগ্ধ হয়। পরে ৫ জুলাই রাতে সাভারের এনাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু আল-আমিন ও পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবুল কাশেমের মৃত্যু হয়। সবশেষ গত ৭ জুলাই ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমারও মৃত্যু হয়।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এএসআই) সামিউল ইসলাম জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ঢাকাটাইমস/৯জুলাই/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :