সাহেদ আওয়ামী লীগের তৈরি: মান্না

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ জুলাই ২০২০, ১৭:০৯ | প্রকাশিত : ০৯ জুলাই ২০২০, ১৭:০৬

করোনা পরীক্ষাসহ নানা অনিয়মে সিলগালা করা রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ আওয়ামী লীগের তৈরি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বৃহস্পতিবার বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশনের উদ্যোগে ‘রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন: করোনাভাইরাস বিপর্য়য়ের মধ্যে নির্বাচন কমিশনের আবারো সংবিধানবিরোধী পদক্ষেপ’ শীর্ষক ভার্চুয়াল আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাহেদের নাম উল্লেখ না করে মান্না বলেন, ‘সেই লোকটা যে আওয়ামী লীগের একজন মদদপুষ্ট লোক, আওয়ামী লীগের উচ্ছিষ্ট লোক। আর সে রীতিমতো গানম্যানসহ পুলিশ প্রটেকশন নিয়ে চলত। সরকার তাকে তৈরি করেছে। এরকম একটা দুইটা না। আপনার এন নাইটি ফাইভ যারা করেছে তারাও। মানুষের যখন মৃত্যুর আহজারি, ক্ষুধার্তের আর্তনাদ সেই সময়ে মানবতার সাথে এতো বড় বেইমানি করার দল পৃথিবীতে বেশি নাই।’

মান্না বলেন, ‘আপনি এখান থেকে অনুমোদন দিয়েছেন হসপিটাল চালানোর জন্য। তাকে টেস্ট করতে দিয়েছে এই করোনাভাইরাসের এবং তার ফিকস্ট করা লোকজন বাইরে গেছে, গিয়ে ধরা খেয়েছে। সারা দুনিয়াতে বদনাম হয়েছে।’

সরকারের কাছে অর্থ নেই এমন দাবি করে মান্না বলেন, ‘এখন বড় ক্রাইসিস হচ্ছে- এক কোটি থেকে আরো বেশি লোক বেশি দরিদ্র হয়ে গেছে, দারিদ্রসীমার নিচে চলে গেছে। প্রতিদিন দৃশ্যমান ন্যূনতম ১০/২০ পরিবার ঢাকা থেকে বাইরে চলে যাচ্ছে। এদের সেইভ করা হবে কীভাবে? সরকারের কোনো প্ল্যান নেই।’

তিনি বলেন, ‘গতকাল পত্রিকায় দেখেছেন যেটাকে তারা (সরকার) বলেছেন সোশ্যাল সেফটিনেন্ট বা করোনাকালে আক্রান্ত মানুষগুলোর সহযোগিতার জন্য দেয়া হবে বিশেষ প্রণোদনা- এইগুলো দিয়ে বেতন-ভাতায় বাড়ানো হচ্ছে। সমস্ত ব্যাপারে মিথ্যাচার করতে করতে।’

মান্না আরও বলেন, ‘ওই যে বলতো না- আকাশ দিয়ে উড়ে গেলে নিচে ঢাকার দিকে তাকালে লস এনজেলসের মতো শহর মনে হয়। সব উন্মাদ কতগুলো ফরটোয়ন্টি ভদ্রলোক মন্ত্রী-টন্ত্রী হয়েছেন এবং উনারা একটার পর একটা কথা বলে যাচ্ছেন। এখন দেখা যাচ্ছে- সরকারের কাছে কোনো টাকাই নেই্।’

তিনি বলেন, ‘সরকার টাকার জন্য কী করছে? প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, দেখেন তো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ থেকে নেয়া যায় কি না। ক্যান ইউ ইমাজিন দেশ কত বড় ক্রাসিসে পড়লে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে হাত দিতে চায়।’

(ঢাকাটাইমস/০৯জুলাই/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :