পাখির খাঁচা বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জুলাই ২০২০, ২০:৫২

দিনাজপুরের বিরামপুরে পাখির খাঁচা বানানোর কারখানায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল হোসেন (২৫) নামের এক খাঁচা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের হরেকৃষ্টপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল হোসেন রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের ওবায়দুর রহমানের ছেলে।

স্থানীয়দের বরাতদিয়ে বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, হরেকৃষ্টপুর গ্রামের আলমগীর হোসেন নামে এক খাঁচা ব্যবসায়ীর কারখানায় পাখির খাঁচা তৈরির কাজ করতেন শাকিল হোসেন। বৃহস্পতিবার দুপুরে খাঁচা তৈরির সময় ঝালাইয়ের কাজ করতে গিয়ে শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হয় শাকিল হোসেন। পরে কারখানার অন্য শ্রমিকরা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ওই যুবকের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৯জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :