আরও ৯৭ স্থাপনায় এডিসের লার্ভা, জরিমানা

প্রকাশ | ০৯ জুলাই ২০২০, ২১:২২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চলমান বিশেষ পরিচ্ছন্নতা অভিযান বা চিরুনি অভিযানের নগরির আরও ৯৭টি স্থাপনায় এডিস মশার লার্ভা শনাক্ত হয়েছে। এরমধ্যে ১৪টি স্থাপনা মালিকদের মোট দুই লাখ ৪৯ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দ্বিতীয় পর্যায়ের অভিযানের ষষ্ঠ দিনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে করপোরেশনের ৫৪টি ওয়ার্ডেই এক যোগে অভিযান পরিচালিত হয়।

এসময় ১৩ হাজার ১৩৫টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে মোট ৯৭টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া সাত হাজার ৭৪১টি স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেছে। এরমধ্যে ১৪টি মামলায় বিভিন্ন স্থাপনা মালিককে মোট দুই লাখ ৪৯ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

৪ জুলাই থেকে শুরু হওয়া দশ দিনব্যাপী শুরু হওয়া চিরুনি অভিযানে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৭৯ হাজার ৪৪০টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে মোট ৫৬৪টিতে এডিসের লার্ভা এবং ৪৮ হাজার ১৩৫টিতে এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেছে। এ চারদিনে ১০৮টি মামলায় মোট ১৪ লাখ দুই হাজার ৩১০ টাকা জরিমানা আদায় করেছে নগর কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/০৯জুলাই/কারই/জেবি)