পাকুন্দিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে পাঁচজনকে জরিমানা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ জুলাই ২০২০, ২১:৫৫ | প্রকাশিত : ০৯ জুলাই ২০২০, ২১:৫৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে পাঁচজনকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার লুৎফর রহমান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার বাজিতপুর উপজেলার শফিকুল ইসলাম, মামুন মিয়া ও আতাউর রহমান এবং গজীপুরের কাপাসিয়া উপজেলার ইছব আলী ও আয়ুব আলী। এর মধ্যে বাজিতপুরের তিনজনকে ৩ লাখ টাকা ও কাপাসিয়ার দু’জনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। এতে ব্রহ্মপুত্র নদের পাড়ের ফসলি জমিসহ বাড়িঘর ভাঙনের ঝুঁকিতে পড়েছে। এছাড়াও সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে পড়লে বিভিন্ন সময়ে অভিযান চালিয়েও অবৈধ বালু উত্তোলনকারীদের থামানো যায়নি। তাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনারের নেতৃত্বে আবারও নদের মির্জাপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারী দুটি ট্রলার থেকে পাঁচজনকে হাতে নাতে আটক করা হয়। এরপর বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাদের দণ্ডাদেশ দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক(এএসআই)আবদুল কদ্দুছ ও উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা নাজির মো.শাহ আলমসহ কয়েকজন পুলিশ সদস্য।

ঢাকাটাইমস/৯জুলাই/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

কেজি দরে অপরিপক্ক তরমুজ, পিস চাইলে দাম আকাশ ছোঁয়া

লক্ষ্মীপুরে যুবলীগ নেতার চোখ উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা

ফেনী সরকারি কলেজে শিক্ষার্থীদের গণইফতারে ছাত্রলীগের হামলা, আহত ১০

মধ্যরাতে ফের মিয়ানমারের গুলির শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক, দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

বরগুনা প্রেসক্লাবের নামে ভুয়া কমিটি গঠনের অভিযোগ 

ঝিনাইদহে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

যারা ট্রেনে আগুন দেয় তারাই ভাড়া বৃদ্ধির গুজব ছড়ায়: রেলমন্ত্রী

আলফাডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মানিকগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :