বিশ্বের সবচেয়ে ‘আন্ডাররেটেড অলরাউন্ডার’ বেছে নিলেন শচীন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জুলাই ২০২০, ১১:৪৭

করোনা পরবর্তী সময়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ নিয়ে আড্ডা দিচ্ছিলেন দুই বন্ধু ব্রায়ান লারা এবং শচীন টেন্ডুলকার। আর সেই আলোচনাতেই শচীন বিশ্বের সবচেয়ে ‘আন্ডাররেটেড অল রাউন্ডার’কে বেছে নিলেন।

দিন কয়েক আগেই ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার আক্ষেপ করে বলেছিলেন, যে তিনি টেস্টের এক নম্বর অল রাউন্ডার। কিন্তু তাকে নিয়ে বেন স্টোকসের মতো মাতামাতি হয় না কখনও। আসলে প্রচারের আলো সেভাবে পাননা জেসন হোল্ডার। তাই তার এমন আক্ষেপ। শচীনও মনে করেন হোল্ডার তার প্রাপ্য সম্মান পাননা।

এই প্রসঙ্গে শচীন বলেন, ‘জেসন হোল্ডার হল সবচেয়ে আন্ডাররেটেড অল রাউন্ডার। কারণ মাঠে হয়তো আপনি কেমার রোচ কিংবা শ্যানন গ্যাব্রিয়েলের দিকে নজর রাখেন। হোল্ডারের কথা মনে পড়ে স্কোরকার্ড দেখলে। সেখানে দেখতে পাবেন যে হোল্ডার হয়তো তিনটি উইকেট নিয়েছেন। আবার যখন ব্যাটিং করেন তখনও গুরুত্বপূর্ণ ৫০ থেকে ৫৫ রান হয়তো করেন হোল্ডার। যেটা পার্থক্য গড়ে দেয়। কিন্তু সে একজন আন্ডাররেটেড ক্রিকেটার।’

(ঢাকাটাইমস/১০ জুলাই/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :