রিজেন্ট চেয়ারম্যান সাহেদের সহযোগী রিমান্ডে

প্রকাশ | ১০ জুলাই ২০২০, ১৬:৪১

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

করোনা টেস্ট না করেই ভুয়া রিপোর্ট ও সার্টিফিকেট দেয়াসহ বিভিন্ন অভিযোগের মামলায় গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের অন্যতম সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শুক্রবার এ আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক আলমগীর গাজী।

ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন। শুনানিকালে তারেক শিবলীর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এর আগে বৃহস্পতিবার ভোরে শিবলীকে রাজধানীর নাখালপাড়া থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এ নিয়ে এ মামলায় আটজনকে গ্রেপ্তার করা হলো। যাদের মধ্যে সাতজনের পাঁচ দিন করে রিমান্ড এবং একজনকে কিশোর হওয়ায় তাকে সংশোধনাগার কেন্দ্রে পাঠানো হয়েছে।

গত মঙ্গলবার (৭ জুলাই) রাতে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করে র‌্যাব। হাসপাতালের মালিক সাহেদসহ ১৭ জনকে আসামি করে দণ্ডবিধি ৪০৬/৪১৭/৪৬৫/৪৬৮/৪৭১/২৬৯ ধারায় মামলাটি দায়ের করা হয়।

এর আগে গত সোমবার রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। অভিযানে ভুয়া করোনা টেস্টের রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে। পরে সেখান থেকে আটজনকে আটক করে র‌্যাব হেফাজতে নেয়া হয়।

৭ জুলাই রিজেন্ট হাসপাতালের দুটি শাখাকেই সিলগালা করেন সারওয়ার আলম। সন্ধ্যায় ওই হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

(ঢাকাটাইমস/১০জুলাই/আরজেড/জেবি)