সাহারা খাতুনের মৃত্যুতে ইউরোপিয়ান আওয়ামী লীগের শোক

প্রকাশ | ১০ জুলাই ২০২০, ১৮:১১

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে শোক জানিয়েছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ।

সংগঠনটির সভাপতি এম নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মজিবুর রহমান যৌথ শোক বিবৃতিতে বলেন, অ্যাডভোকেট সাহারা খাতুন বাংলাদেশ আওয়ামী লীগের দুর্দিনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এই নেত্রীর আত্মার মাগফেরাত কামনা করেন এবং মরহুমার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, জ্বর, এলার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়ে অ্যাডভোকেট সাহারা খাতুন বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় থাইল্যান্ডের বামরুনগ্রাড হাসপাতালে মারা যান।

ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগ নেতাদের মধ্যে যারা শোক জানিয়েছেন তারা হলেন, ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজি ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল, জার্মান আওয়ামী লীগের সভাপতি বসিরুল আলম চৌধুরী সাবু ও সাধারণ সম্পাদক আব্বাস আলী চৌধুরী, নেদারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন তপন ও সাধারণ সম্পাদক মুরাদ খান, ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ কাশেম, সহ-সভাপতি মোহাম্মদ আবুল কাশেম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েস, সুইডেন আওয়ামী লীগের সভাপতি জাহাংগীর কবির ও সাধারণ সম্পাদক ফরহাদ আলী খান, বেলজিয়াম আ’লীগের সভাপতি শহিদুল হক ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, পর্তুগাল আ’লীগের সভাপতি জহিরুল আলম জসিম ও সাধারণ সম্পাদক শওকত ওসমান, সুইজারল্যান্ড আ’লীগের সভাপতি তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক শ্যামল খান, স্পেন আ’লীগের সভাপতি এস আর আই এস রবিন ও সাধারণ সম্পাদক মোঃ রিজভি আলম, ডেনমার্ক আ’লীগের সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চু ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ফিনল্যান্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ আহমেদ, সাধারন সম্পাদক মাইনুল ইসলাম,গ্রিস আ’লীগের সভাপতি মান্নান মাতুব্বর ও সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, অস্ট্রিয়া আ’লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম ও সাধারন সম্পাদক সাইফুল কবির, নরওয়ে আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারন সম্পাদক মফিজুর রহমান, আয়ারল্যান্ড আওয়ামী লীগের আহব্বায়ক বেলাল হোসেন ও সদস্য সচিব ইকবাল আহমেদ, মাল্টা আ’লীগের সভাপতি মশিয়ার রহমান ও সাধারণ সম্পাদক কাওসার আমিন হাওলাদার।

(ঢাকাটাইমস/১০জুলাই/কেএম)