করোনার নকল কিট বিক্রি করায় ব্রিটিশ নাগরিকের কারাদণ্ড

মতিয়ার চৌধুরী, লন্ডন প্রতিনিধি
| আপডেট : ১০ জুলাই ২০২০, ১৮:৫৫ | প্রকাশিত : ১০ জুলাই ২০২০, ১৮:৫৩

অনুমোদনহীন বিপজ্জনক নকল করোনা টেষ্ট কিট ও অন্যান্য কয়েকটি জরুরী ঔষধ সামগ্রী অনলাইনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করার অপরাধে ফ্র্যাঙ্ক লউডলো নামের এক ব্রিটিশ নাগরিককে কারাদণ্ড দিয়েছে আদালত।

জানা যায়, প্রতারক ফ্র্যাঙ্ক লউডলো নিজ ঘরে এসব নকল সামগ্রী তৈরি করে অনলাইনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করে আসছিলেন, তার তৈরী করা প্রতিটি কিট তিনি বিক্রি করতেন এক পাউন্ড থেকে একশ পাউন্ড দামে। আর এসব তৈরী করতে তার খরচ হতো এক পাউন্ডের চেয়েও কম।

আমেরিকার এক ক্রেতার কাছে ওই নকল টেষ্ট কিট পাঠিয়ে ফেঁসে যান তিনি। গত ১৮ মার্চ লসএঞ্জেলসে মার্কিন কাস্টমস এবং বর্ডার এজেন্সীর কাছে ধরা পড়ে বিষয়টি। সেখানে তাদের পরীক্ষা নিরিক্ষায় ওই কিট নকল প্রমাণিত হওয়াতে ব্রিটিশ সরকারের সঙ্গে যোগাযোগ করে মার্কিন ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন। এরপর ওই প্রতারককে ধরতে যৌথভাবে মাঠে নামে ব্রিটিশ পুলিশ এবং মার্কিন গোয়েন্দা।

গত ২০ মার্চ ইংল্যান্ডের চেষ্টারের একটি পোস্ট অফিসে আমেরিকা, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের কিছু এলাকায় নকল কিট পোস্ট করার সময় তাকে গ্রেফতার করা হয়। তার ঘরে অভিযান চালিয়ে অন্তত ৩শ পিস নকল টেস্ট কিট এবং প্রায় ২০ লিটার কেমিক্যাল উদ্ধার করে ব্রিটিশ পুলিশ ও মার্কিন গোয়েন্দারা। ফ্র্যাঙ্ক লউডলো আদালতে নিজের দোষ স্বীকার করে।

বিনা অনুমতিতে বিপজ্জনক কেমিক্যাল মিশিয়ে টেস্ট কিট বানিয়ে বিক্রির অভিযোগে পোর্টসমাউথ ক্রাউন আদালত তাকে দোষি সাব্যস্ত করে। বৃহস্পতিবার তাকে ১০ মাসের কারাদণ্ড প্রদান করা হয় এবং ১৭০ ঘন্টা অবৈতনিক কাজ করার জন্যে রায় দেয় আদালত।

জানা গেছে, ওই প্রতারককে একশত সত্তর ঘন্টা স্থানীয় কাউন্সিলের অধীন জঙ্গল পরিস্কারের কাজ করতে হবে।

উল্লেখ্য, ৫৯ বছর বয়সী ফ্র্যাঙ্কের নকল কিটে হাইড্রোজেন প্যারোক্সাইড কনসার্নট্রেশন এবং পটাশিয়াম থায়োসাইনেটের মিশ্রন পাওয়া গেছো। এই দুটি কেমিক্যালই মুখের জন্যে খুবই বিপজ্জনক বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ঢাকা টাইমস/১০জুলাই/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

তীব্র গরমে বিশ্বব্যাপী বছরে ১৯ হাজার শ্রমজীবীর মৃত্যু

গাজা ইস্যুতে উত্তাল যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো 

ফের দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

ইরানে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র নিজেরাই ধ্বংস করে ইসরায়েল!

মালদ্বীপে সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী চীনপন্থি প্রেসিডেন্ট মুইজ্জুর দল

পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট রাইসি 

ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ 

২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান তুরস্কের

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ইরাকি সশস্ত্র গোষ্ঠীর রকেট হামলা  

এই বিভাগের সব খবর

শিরোনাম :