অপহৃত শিশুকে পরিবারের কাছে পৌঁছে দিয়েছে শিবচরের পুলিশ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জুলাই ২০২০, ২০:৪৫

মাদারীপুরে অপহৃত এক শিশুকে উদ্ধার করে তার পরিবারের কাছে পৌঁছে দিয়েছে জেলার শিবচর থানা পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিবচরের কাঁঠালবাড়ি ফেরি ঘাট থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শুক্রবার সকালে তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।

শিশুটি গাজীপুরের মধ্যপাড়া গ্রামে গ্রীস প্রবাসী আব্দুল কাদেরের সাড়ে ৩ বছরের ছেলে আব্দুল্লাহ। গত দুইদিন আগে শিশুটিকে অপহরণের পর সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তাদের বাড়ির এক নারী ভাড়াটিয়া।

পুলিশ জানায়, প্রবাসী আব্দুল কাদেরের স্ত্রী সাজেদা আক্তার তার ছেলে আবদুল্লাহকে নিয়ে নিজ বাড়িতে থাকতেন। গত মঙ্গলবার তার বাড়িতে এক নারী বাসা ভাড়া নেয়। ভাড়া নেওয়ার পর সাজেদার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে ওই নারী। এরপর বুধবার সকাল ১১টার দিকে অভিযুক্ত ওই নারী শিশু আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে বাজারে যেতে চাইলে সাজেদা অনুমতি দেন। এরপর বাজারে যাওয়ার এক ঘণ্টার বেশি সময় পার হয়ে গেলে সাজেদা তাকে বাসায় ফিরে আসতে মোবাইল ফোনে কল দেন। এসময় ওই নারী বলেন, আসতে আর মাত্র ১০/১৫ মিনিট সময় লাগবে। এরপরও না আসায় আধা ঘণ্টা পর পুনরায় কল দিলে তিনি একই কথা বলে। এরপর বেশ কয়েক ঘণ্টা পার হলে ওই নারী সাজেদার কাছে তার সন্তানের মুক্তিপণ হিসেবে সাত লাখ টাকা দাবি করেন।

ওই রাতেই শিশু আব্দুল্লাহর মা সাজেদা গাছা থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ ও র‌্যাব মাঠে নামে। কিন্তু অভিযুক্ত নারী বারবার স্থান পরিবর্তন করায় তাকে ধরা সম্ভব হয়নি।

এদিকে বৃহস্পতিবার শিশুটি কাঁঠালবাড়ি ফেরিঘাটে কাঁদতে থাকায় শিবচর থানা পুলিশ তাকে উদ্ধার করে। পরে শিশুটির টি-শার্টে লেখা থাকা ফোন নম্বরে কল দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ নিশ্চিত হন শিশুটি অপহরণ হয়েছে।

ওসি আবুল কালাম জানান, শিশুটিকে কাঁদতে দেখে নানা প্রশ্ন করেও কোনো উত্তর পাওয়া যায়নি। পরে আমরা তাকে থানায় নিয়ে আসি। এরপর শিশুটির পরনের গেঞ্জিতে লেখা থাকা নম্বরে ফোন দিলে শিশুটির মা সাজেদা ফোন ধরেন। এরপর শুক্রবার শিশু আব্দুল্লাহর পরিবারের সদস্যরা গাছা থানার টিম নিয়ে শিবচর থানায় আসেন। পরে শিশুটিকে গাছা থানা পুলিশের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকাটাইমস/১০জুলাই/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুরে তৈরি পোশাকের দোকানে আগুন, মালামাল পুড়ে ছাই

বাড়ি ফেরার পথে লাশ হলেন বৃদ্ধ সুরুজ আলী

জাজিরায় কৃষকদের দুই দিনব্যাপী কন্দাল ফসল চাষের প্রশিক্ষণ সম্পন্ন

কালকিনিতে পুলিশের তাড়া খেয়ে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

বাসর করেই স্বামী পলাতক! শ্বশুরবাড়িতে অবস্থান নববধূর

বগুড়ার তিন উপজেলা নির্বাচনে মনোয়‌নে বৈধতা পে‌লেন ৩৫ জন

মহেশপুর সীমান্তে ৪০টি স্বর্ণের বারসহ দুজন আটক

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের খোঁজ নিলেন ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন

রায় জালিয়াতি: শিবচরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গ্রেপ্তার

কেএনএফ চাইলে সমঝোতার মাধ্যমে স্বাভাবিক অবস্থায় আসতে পারে, বান্দরবানে র‌্যাব ডিজি

এই বিভাগের সব খবর

শিরোনাম :