মানিকগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মডেল গ্রুপের খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ জুলাই ২০২০, ২১:২৫ | প্রকাশিত : ১০ জুলাই ২০২০, ২১:২২

সামাজিক দূরত্ব বজায় রেখে মানিকগঞ্জে নদীভাঙনের শিকার ১৩০০ অসহায় পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান মডেল গ্রুপ।

শুক্রবার মানিকগঞ্জের শিবালয় উপজেলা কমপ্লেক্সে এই ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এসএম ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন শিবালয় উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম রুহুল আমিন রিমন এবং মডেল গ্রুপের নির্বাহী পরিচালক শামসুল হক রিপন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অনুশাসন মেনে জনপ্রতিনিধি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো মিলে কাজ করে করোনাকালীন পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

ওই অনুষ্ঠানের মধ্যদিয়ে শিবালয়, ঘিওর, দৌলতপুর, হরিরামপুর ও মানিকগঞ্জ সদর- এই পাঁচটি উপজেলায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত আরও এক হাজার পরিবারের মাঝে তিন দিনব্যাপী খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এই দুর্যোগকালে মডেল গ্রুপ নারায়ণগঞ্জের বাইরেও তার সহযোগিতার হাতকে প্রসারিত করেছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ময়মনসিংহ জেলার হতদরিদ্র এক হাজার পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে।

(ঢাকাটাইমস/১০জুলাই/এএ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :