দৌলতপুরের পাঁচ বাংলাদেশি ভারতের কারাগারে

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জুলাই ২০২০, ২৩:০৪

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ভারত ভূ-খন্ড থেকে মহিষসহ বিএসএফের হাতে আটক পাঁচজন বাংলাদেশি রাখালকে ভারতের জেল হাজতে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে তাদের ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুর জেল হাজতে পাঠানো হয়।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ভারতের বাউশমারী সীমান্ত থেকে তাদের আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

এলাকাবাসী জানায়, আটজনের একদল বাংলাদেশি রাখাল বৃহস্পতিবার ভোরে চোরাই পথে ভারত থেকে বাংলাদেশে মহিষ পাচার করছিল। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ১৪১ বিএসএফ ব্যাটালিয়ন অধিনস্থ বাউশমারী ক্যাম্পের টহলরত বিএসএফ মহিষ পাচারকারীদের ধাওয়া দিয়ে দুটি মহিষসহ বাংলাদেশি পাঁচ রাখালকে আটক করে।

তবে বিএসএফের ধাওয়া খেয়ে বাংলাদেশের দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্ত এলাকার সিরাজ, আশিক ও বিপ্লব বাংলাদেশ সীমানায় পালিয়ে আসে। বিএসএফের হাতে আটক বাংলাদেশি মহিষ পাচারকারী রাখালদের মধ্যে রয়েছেন দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া গ্রামের মিঠন আলী (২৫), বগমারী গ্রামের লিটন আলী (৩০) ও আলমগীর হোসেন (২৮) এবং চরপাড়া গ্রামের বাগু মন্ডল (৫০) ও আনন্দ সরকার (২৫)।

বিএসএফের হাতে বাংলাদেশি আটকের খবর পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ রামকৃষ্ণপুর বিওপি কমান্ডার বাংলাদেশিদের ফেরত চেয়ে বাউশমারী ক্যাম্পের বিএসএফের কাছে চিঠি পাঠালে শুক্রবার সকাল ১০টায় পতাকা বৈঠক হয়।

১৫৭/৫-এস সীমান্ত পিলার সংলগ্ন বাউশমারী-মোহাম্মদপুর সীমান্তের নোম্যান্সল্যান্ডে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ১৩ সদস্যের বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ১৪১ বিএসএফ ব্যাটালিয়ন অধিনস্থ বাউশমারী ক্যাম্পের অধিনায়ক এসি বিমল কুমার। আট সদস্যের বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ মহিষকুন্ডি কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম। মাত্র ১০ মিনিটের পতাকা বৈঠকে বিএসএফের হাতে আটক বাংলাদেশি রাখালদের ভারতের কারাগারে পাঠানোর কথা জানানো হয়।

(ঢাকাটাইমস/১০জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :