রাজশাহীতে করোনায় পরিবহন শ্রমিকের মৃত্যু

প্রকাশ | ১০ জুলাই ২০২০, ২৩:১৩

ব্যুরো প্রধান, রাজশাহী

রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৭টায় তার মৃত্যু হয়।

মৃত ব্যক্তির নাম মনোয়ার হোসেন মিলন (৩৯)। তার বাড়ি রাজশাহী মহানগরীর আসাম কলোনি। বাবার নাম সাইদুর রহমান। মিলন পেশায় জেলা মোটরশ্রমিক ইউনিয়নের একজন চেইন মাস্টার ছিলেন।

মৃতের খালাতো ভাই আতাউর রহমান বলেন, এক সপ্তাহ ধরে মিলন জ্বর-কাশিতে ভুগছিলেন। তাই পাঁচদিন আগে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এতে করোনা পজিটিভ রিপোর্ট আসে।

তারপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে নেয়া হয়েছিল। সেখানেই তিনি মারা গেলেন।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনায় মিলনের মৃত্যুর বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়েছে। তাদের স্বেচ্ছাসেবকরা মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফনের ব্যবস্থা করছেন।

(ঢাকাটাইমস/১০জুলাই/এলএ)