করোনায় মারা গেলেন অতিরিক্ত সচিব

প্রকাশ | ১১ জুলাই ২০২০, ১০:২১ | আপডেট: ১১ জুলাই ২০২০, ১০:২৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

মহামারি করোনায় থাবায় মারা গেলেন সরকারের আরেকজন উচ্চপদস্থ কর্মকর্তা। মো. আমিনুল ইসলাম নামের এই অতিরিক্ত সচিব শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

স্থানীয় সরকার বিভাগের সচিব ও বাংলাদেশে এডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হেলালুদ্দিন আহমেদ একথা জানিয়েছেন।

নিজের ফেসবুকের ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি বলেন, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক বিসিএস প্রশাসন ক্যাডারের ৮ম ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা সরকারের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম করোনায় অাক্রান্ত হয়ে মারা গেছেন।

আমিনু্ল ইসলাম সিরাজগঞ্জের জেলা প্রশাসক, রাজশাহী বিভাগের পরিচালক, স্থানীয় সরকার, অতিরিক্ত কমিশনার হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন বলেও জানান সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদ।

তিনি তার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

(ঢাকাটাইমস/১১জুলাই/বিইউ/এমার)