কুমিল্লা মেডিকেলে করোনা ও উপসর্গে আরও ৫ মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুলাই ২০২০, ১১:১৩

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা পজেটিভ ও উপসর্গে আরও পাঁচজন মারা গেছেন। গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে একজন এবং করোনা ইউনিটের আইসিইউতে চারজন মারা যান। তাদের মধ্যে সবাই পুরুষ।

শনিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কুমেক হাসপাতালে গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে একজনের করোনা পজিটিভ ছিন। বাকি চারজনের করোনা উপসর্গ ছিল। বর্তমানে করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ১১৮ জন।

উল্লেখ্য, মেডিকেলের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৯০ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ৬৮ জন ও করোনা উপসর্গ ১২২ জন।

অন্যদিকে জেলা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, কুমিল্লা জেলা এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার হাজার ৩১০ জন, সুস্থ হয়েছেন দুই হাজার ২১৭ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১২১ জন।

ঢাকাটাইমস/১১জুলাই/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :