লাইভ অনুষ্ঠানে কেঁদে ফেললেন হোল্ডিং

প্রকাশ | ১১ জুলাই ২০২০, ১৪:২২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

মার্কিন পুলিশের হাতে নির্মমভাবে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনার পরই বর্ণবাদ বিরোধী আান্দোলনে ফুঁসছে গোটা বিশ্ব। এর প্রতিবাদে গর্জে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররাও। ক্রিস গেইল, ড্যারেন সামি, জেসন হোল্ডারসহ অনেকেই এর প্রতিবাদ জানিয়েছেন। এমনকি কিংবদন্তি ক্রিকেটার মাইকেল হোল্ডিংও বর্ণবৈষম্যের বিরুদ্ধে সরব হয়েছেন। বর্ণবৈষম্য নিয়ে নিজের জীবনের কথা বলতে গিয়ে লাইভ অনুষ্ঠানেই কেঁদে ফেললেন হোল্ডিং।

সাউদাম্পটনে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলনের বিষয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এই সাবেক ক্যারিবীয় তারকা।

এ ব্যাপারে হোল্ডিং বলেন, 'আমি আমার বাবা-মায়ের ব্যাপারে যখন কথা বলি, তখন আবেগপ্রবণ হয়ে যাই। এখনো তেমনই হচ্ছে। আমার বাবা-মা কোন অবস্থার মধ্য দিয়ে গেছেন! আমার বাবা কালো ছিলেন বলে মায়ের সঙ্গে তার বাবার বাড়ির কেউ কথা বলত না।  এটা বলার পরই কান্নায় ভেঙে পড়েন হোল্ডিং। সঞ্চালক মার্ক অস্টিন হোল্ডিংকে স্বাভাবিক করার চেষ্টা করেন।'

চোখ মুছতে মুছতে হোল্ডিং আরো বলেন, 'একই অবস্থা আমার ক্ষেত্রেও হয়েছে। তারপরও আমি আশাবাদী সবকিছু ঠিকভাবেই ফিরবে।'

(ঢাকাটাইমস/১১ জুলাই/এআইএ)