ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করল আয়ারল্যান্ড

প্রকাশ | ১১ জুলাই ২০২০, ১৫:৩৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

করোনাভাইরাসের প্রকোপ কাটিয়ে দীর্ঘ চার মাস পর ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে। চলমান টেস্ট সিরিজটি শেষ হলে পাকিস্তান ও আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজে খেলতে নামবে ইংল্যান্ড। ইতোমধ্যেই ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ২১ সদস্যের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। 

প্রথমবারের মতো আয়ারল্যান্ড দলে ডাক পেয়েছেন কার্টিস ক্যাম্পার ও জোনাথান গার্থ। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি স্টুয়ার্ট টম্পসন ও শেন গেটকেটের। চোটের জন্য ছিটকে গেছেন ডেভিড ডেলানি। এই দলে ৭ জন ক্রিকেটারকে রাখা হয়েছে রিজার্ভ ক্রিকেটার হিসেবে।

ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ জুলাই সাউদাম্পটনের এজেস বোলে শুরু হবে ক্রিকেটারদের ক্যাম্প। মূল লড়াইয়ের আগে ২১ ও ২৪ জুলাই দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে এউইন মরগানরা। 

সিরিজ শুরু হবে ৩০ জুলাই। পরের দুই ম্যাচ হবে ১ ও ৪ আগস্ট। সবগুলো ম্যাচই হবে সাউদাম্পটনে দর্শকশূন্য গ্যালারিতে। এর আগে বৃহস্পতিবার ২৪ জনের অনুশীলন ক্যাম্পের দল দেয় ইংল্যান্ড। 

আগামী ১৮ জুলাই চার্টার্ড বিমানে সাউদাম্পটনে যাবে অ্যান্ডি বালবার্নির দল। সেখানে ২২ জুলাই নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২৬ জুলাই খেলবে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে।

আয়ারল্যান্ডের ২১ সদস্যের দল: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং (সহ-অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, পিটার চেইস, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, জোনাথান গার্থ, টাইরন কেইন, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, জেমস ম্যাককলাম, কেভিন ও’ব্রায়েন, উইলিয়াম পোর্টারফিল্ড, বয়েড র‌্যানকিন, সিমি সিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার, গ্যারি উইলসন, ক্রেইগ ইয়াং।

(ঢাকাটাইমস/১১ জুলাই/এআইএ)