বড়লেখায় করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুলাই ২০২০, ১৬:০৩

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় করোনা শনাক্তের ৭৬তম দিনে প্রথম একজন (৭৮) মারা গেছেন। শুক্রবার সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ব্যক্তির বাড়ি পৌরসভার বারইগ্রাম (মহুবন্দ) এলাকায়। তিনি ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

উপেজলার পৌরসভার মহুবন্দ গ্রামের ওই ব্যক্তি নমুনা পরীক্ষা করে গত ৮ জুলাই করোনা পজিটিভ আসে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।

ওই ব্যক্তির শরীরে আগে থেকেই বিভিন্ন রোগ ছিল, যার পরিপ্রেক্ষিতে রাতেই তার অবস্থার অবনতি হলে তিনি ওই হাসপাতালেই মারা যান।

(ঢাকাটাইমস/১১জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :