প্রত্যেক নতুন শিল্পীর সঙ্গে এমন করা হয়

জ্যোতিকা জ্যোতি, অভিনয়শিল্পী
 | প্রকাশিত : ১১ জুলাই ২০২০, ১৬:১৮

প্রত্যেক নতুন শিল্পীর সাথে এমনটা করা হয়। মানুষের প্রতি মানুষের পারস্পরিক যে সম্মানবোধ দেখানো উচিৎ তা মিডিয়ায় একফোটাও নেই।

“এই কাজটি করতে গিয়ে আমি যেটা দেখলাম, প্রায় সময়ই আমাকে সকাল সকাল কল টাইম দিয়ে অনেক রাত পর্যন্ত বসিয়ে রাখা হতো। এভাবে অনেকদিন চলতে থাকে। আর সবচেয়ে বেশি বিরক্ত হয়েছি যেটা সেটা হলো, সেটের মানুষদের ব্যবহার নিয়ে।

প্রোডাকশন বয় থেকে শুরু করে, মেকাপ ম্যানসহ সবাইকে দেখতাম কেমন করে যেন কথা বলে। আমি যে একটা মানুষ তারা যেন এটা মনেই করে না। বলতে গেলে একদম তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার। আমি হয়তো একজন ছোট শিল্পী হতে পারি তাই বলে কেউ কারো সাথে এমন ব্যবহার করতে পারে না।

এটা নিয়ে কারও মাথাব্যথা ছিলো না। এমনও অনেক দিন হয়েছে যে আমাকে শুটে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু কোন শুট করা হয়নি। বসায়ে রেখে বাসায় পাঠিয়ে দিয়েছে। প্রায় দিনই বসায়ে রেখে বাসায় পাঠিয়ে দেওয়া হতো।”

লেখক অভিনয়শিল্পী

ঢাকাটাইমস/১১জুলাই/এসকেএস

সংবাদটি শেয়ার করুন

ফেসবুক কর্নার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :