করোনাকে ভয় করলে ক্ষয়, না করলে জয়: খাদ্যমন্ত্রী

প্রকাশ | ১১ জুলাই ২০২০, ১৭:২৯

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনাকে ভয় করলে ক্ষয়, না করলে জয়। তাই চিকিৎসকরা ভয়কে জয় করে প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্তদের নিরলসভাবে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি শনিবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে কোভিড-১৯ সংক্রান্ত সার্বিক পরিস্থিতিবিষয়ক মতবিনিময় সভায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের যদি ৬০ থেকে ৭০ ভাগ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলে এবং মাস্ক ব্যবহার করে- তাহলে আমাদের করোনা শনাক্তের হার কমে যাবে। কিন্তু আমাদের দেশের মানুষ তা করে না। তাই সবাইকে স্বাস্থ্যাবিধি মেনে করোনাকে জয় করার আহবান জানান তিনি।

এসময় ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) ইয়াকুব আলী পাটোয়ারী, জেলা প্রশাসক হারুন অর রশীদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, পুলিশ সুপার আবদুল মান্নান, সেনাবাহিনী, স্বাস্থ্য বিভাগ, খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১১জুলাই/এলএ)