করোনায় সরকারের আ‌র্থিক সহায়তা চায় কিন্ডারগার্টেন

নিজস্ব প্রতি‌বেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুলাই ২০২০, ১৮:১৬

ক‌রোনায় ক্ষ‌তিগ্রস্ত ‌কিন্ডারগা‌র্টেনসমূ‌হে সরকা‌রি আ‌র্থিক সহায়তা প্রদা‌নের দা‌বি‌তে সারা‌দে‌শে এক‌যো‌গে মানববন্ধন ক‌রে‌ছে ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ’।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে মানবন্ধন ক‌‌রে সংগঠনটি।

বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মো. রেজাউল হক বলেন, 'দেশের কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রায় এক কোটির অধিক ছাত্র-ছাত্রী শিক্ষালাভের সুযোগ পাচ্ছে। এ ছাড়াও এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ লক্ষাধিক শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী কর্মরত আছেন এবং এর সাথে সম্পৃক্ত রয়েছে তাদের পরিবার। তাই তারা নিদারুণ কষ্টে আছেন।'

তিনি বলেন, 'প্রায় ৯০ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠান ভাড়া বাড়িতে পরিচালিত। দীর্ঘ তিন মাস যাবৎ প্রতিষ্ঠানের আয় না থাকায় বাড়িভাড়া, বেতন, বিল কোনো কিছুই পরিশোধ করতে পারছেনা। অর্থনৈতিক বিপর্যয়ে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ইতিমধ্যেই বন্ধ হয়েছে এবং অনেক শিক্ষক দিনমজুরের কাজ, রিকশা চালানোসহ বিভিন্ন কাজ করছে, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক।'

মহাসচিব বলেন, 'এ অবস্থা চলতে থাকলে আগামী দুই-তিন মাসের মধ্যেই প্রায় ৫০ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাতে পারে, এতে লক্ষ লক্ষ শিক্ষক-কর্মচারী বেকার হয়ে পড়বে।'

এসময় প্রধানমন্ত্রীর কাছে জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা বা প্রণোদনা দেয়ার ব্যবস্থা অথবা সহজ শর্তে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করার অনুরোধ করা হয়।

সারাদেশে প্রতিষ্ঠিত প্রায় ৬৫ হাজার কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্ব দানকারী সংগঠনের এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সভাপতি মো. ইস্কান্দার আলী হাওলাদার। আরও বক্তব্য দেন সহ-সভাপতি মো. নূরুজ্জামান কায়েস, সহ-সভাপতি লায়ন এম. এ. রশিদ মিয়া, সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযুদ্ধা সৈয়দ মো. নজরুল ইসলাম প্রমুখ।

(ঢাকাটাইমস/১১জুলাই/টিএটি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :