বিশেষ ফ্লাইটে সৌদি থেকে ফিরলেন ৪১২ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ জুলাই ২০২০, ২০:১০ | প্রকাশিত : ১১ জুলাই ২০২০, ২০:০৯
ফাইল ছবি

করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতির কারণে সৌদি আরবের দাম্মামে আটকা পড়া ৪১২ বাংলাদেশি নাগরিক আজ শনিবার দেশে ফিরেছেন।

রাষ্ট্রয়াত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে আসে।

বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে এসব বাংলাদেশির দেশে ফেরার তথ্য নিশ্চিত করেছেন।

তাহেরা খন্দকার জানান, দাম্মাকে আটকা পড়া ৪১২ বাংলাদেশিকে আজ বিমানের একটি ফ্লাইট দেশে পৌঁছেছেন। করোনা ইস্যুতে বিভিন্ন দেশের সঙ্গে এখনো ঢাকার ফ্লাইট বন্ধ থাকলেও আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি।

আন্তর্জাকিত রুটে বর্তমানে বাংলাদেশ থেকে লন্ডন ও চীনে সরাসরি ফ্লাইট চলাচল করছে। এর বাহিরে আরও ১৫টি গন্তব্যে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে কাতারে ট্রানজিট যাত্রীরা চলাচল করতে পারছেন।

(ঢাকাটাইমস/১১জুলাই/এনআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :