চাঁদপুরে আরো ১৫ জনের করোনা শনাক্ত

প্রকাশ | ১১ জুলাই ২০২০, ২১:৩৯

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁদপুর জেলায় নতুন করে আরো ১৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৫১ জনে। এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ৬৬ জন। শুক্রবার পর্যন্ত সুস্থ  হয়েছেন ৬৬৯জন।

শনিবার চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে এসব তথ্য জানানো হয়। সরকারি তথ্য মতে, শনিবার ঢাকা থেকে রিপোর্ট এসেছে ৭৬টি। এর মধ্যে পজিটিভ রিপোর্ট ১৫টি এবং নেগেটিভ রিপোর্ট ৬১টি।

নতুন আক্রান্ত ১৫ জনের মধ্যে চাঁদপুর সদরে ছয়জন, হাইমচরে একজন, মতলব উত্তরে চারজন, ফরিদগঞ্জে একজন ও হাজীগঞ্জে তিনজন।

আজকে পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা এক হাজার ২৫১ জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৪৮৮, হাইমচরে ৯১, মতলব উত্তরে ৮১, মতলব দক্ষিণে ১৪৭, ফরিদগঞ্জে ১৪১, হাজীগঞ্জে ১২০, কচুয়া ৫১ ও শাহরাস্তি ১২৮জন।

এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ৬৬জন। এর মধ্যে চাঁদপুর সদরের ১৯, ফরিদগঞ্জে নয়, হাজীগঞ্জে ১৬, শাহরাস্তি পাঁচ, কচুয়া পাঁচ, মতলব উত্তরে আট, মতলব দক্ষিণে তিন ও হাইমচরে একজন।

(ঢাকাটাইমস/১১জুলাই/কেএম)