চাঁদপুরে হাই ফ্লো অক্সিজেন প্লান্ট উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুলাই ২০২০, ২৩:০৩

করোনা রোগীদের তাৎক্ষণিক চিকিৎসায় ব্যবহারের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে হাই ফ্লো অক্সিজেন প্লান্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে জুম অ্যাপের মাধ্যমে এর উদ্বোধন করেনন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শিক্ষামন্ত্রীর পিতা ভাষাবীর এমএ ওয়াদুদের নামে প্রতিষ্ঠিত মেমোরিয়াল ট্রাস্টের অর্থায়নে এ অক্সিজেন প্লান্ট স্থাপিত হয়েছে।

উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতিতে অক্সিজেনের অভাবে অনেকেই মারা যায়। যে কারণে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এই হাই ফ্লো অক্সিজেন প্লান্ট চালু হচ্ছে। মানুষের সেবার জন্য এই প্লান্টটি রক্ষণাবেক্ষনের দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে এটি অন্যান্য রোগীদের জন্যও ব্যবহৃত হবে। কারণ এই হাসপাতালের উন্নয়নে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘অক্সিজেন প্লান্ট স্থাপনের বিষয়ে প্রথমে আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। আমি বলেছি, এটি স্থাপন করতে যে অর্থ ব্যয় হবে সেটি আমার পিতার নামে করা ফাউন্ডেশনের থেকে দেওয়া হবে। তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, কি প্রয়োজন ফাউন্ডেশনের অর্থ ব্যয় করা, সরকারের পক্ষ থেকে করে দিই। এরপর আমি প্রধানমন্ত্রীকে বলেছি, আমার পিতা যেহেতু মানুষের জন্য কাজ করে গেছেন, সে হিসেবে এটি করা হচ্ছে। এরপরও প্রধানমন্ত্রী বলেছেন, যদি কোন সহায়তা লাগে তিনি করবেন।’

মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে চাঁদপুরের চিকিৎসকগণ রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। সে জন্য আমি সকল চিকিৎসকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যাবাদ জানাই।’

এসময় মন্ত্রী চাঁদপুরে মেঘনা নদী ভাঙন রোধে বিভিন্ন প্রদক্ষেপ সম্পর্কে বক্তব্য দেন।

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মাজেদুর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জেআর ওয়াদুদ টিপু।

এসময় আরও বক্তব্য দেন- চাঁদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল ও তথ্য ও গবেষণা সম্পাদক রনজিত রায় চৌধুরী, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হাবীব উল করিম, সহকারী পরিচালক মাহবুবুর রহমান, বিএমএ সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী মাছুম, আরএমও সুজাউদ্দৌলা রুবেল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশ, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম, চিকিৎসক শহীদ উল্লাহ ও সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, জেলা আওয়ামী লীগের ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ প্রমুখ।

ঢাকাটাইমস/১১জুলাই/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :