দলে জায়গা না পেয়ে ক্ষোভ ঝাড়লেন ব্রড

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুলাই ২০২০, ১২:৩৪

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দলে জায়গা না হওয়ায় নিজের ক্ষোভ প্রকাশ করলেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। স্কাইস্পোর্টসে দেয়া এক স্বাক্ষাতকারে হতাশার কথা জানান ব্রড। এছাড়া সবাইকে একসঙ্গে খেলানো সম্ভব নয় বলেও মানছেন সবশেষ দুই সিরিজে ইংলিশদের সর্বোচ্চ এই উইকেটশিকারী। ৫০০ উইকেটের মাইলফলক থেকে আর মাত্র ১৫ উইকেট দূরে ব্রড।

করোনা পরিস্থিতির মধ্যে ইংল্যান্ডেই প্রথম ফিরেছে ক্রিকেট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে স্বাগতিকরা। কিন্তু সিরিজের প্রথম ম্যাচেই বাদ পড়েছেন দলের অন্যতম বোলার ব্রড।

গতকাল শুক্রবার টেস্টের তৃতীয় দিন ব্রড স্কাই স্পোর্টসকে বলেন, ‘আমি এমনিতে খুব একটা আবেগী নই। কিন্তু গত দুদিন আমার জন্য খুব কঠিন ছিল। শুধু হতাশ বললে কম হবে, ফোন ফেলে দিয়ে স্ক্রিন ভেঙে ফেললে হয়তো লোকে হতাশ থাকে। আমি হতাশ এবং বিধ্বস্ত।'

নিজের সফলতার কথা তুলে ধরে ব্রড বলেন, ‘গত বছর দুয়েক আমি সম্ভবত আমার সেরা বোল করেছি। মনে হয়েছে, এই জায়গা আমারই। অ্যাশেজের দলে ছিলাম, দক্ষিণ আফ্রিকা গিয়ে সেখানে জিতালাম।’

এবার উইন্ডিজদের বিপক্ষে বাদ পড়ায় জাতীয় নির্বাচক এড স্মিথের কাছে নিজের ভবিষ্যৎ জানতে চাইলেন অভিজ্ঞ এই পেসার। এ ব্যাপারে তিনি বলেন, ‘এড স্মিথের সঙ্গে কথা হয়েছে আমার। তিনি বলেছেন, ১৩ জনের দল বেছে নেওয়ার সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন এবং এই দল বেছে নেওয়া হয়েছে পুরোপুরিভাবেই এখানকার উইকেটের কথা ভেবে। নিজের ভবিষ্যৎ নিয়ে আমি স্পষ্ট ধারণা চেয়েছিলাম এবং অবশ্য আমাকে বেশ ইতিবাচক কথাই বলা হয়েছে।’

ব্রুড আরো বলেন, ‘মাঠে যারা নেমেছে, তাদের নিয়ে প্রশ্ন নেই। সবাই খেলার জন্য যোগ্য। ক্রিস ওকস, স্যামও ভালো বোল করছিল এবং সম্ভবত একাদশে জায়গা ওদেরও প্রাপ্য। আমি হতাশ নিজেকে একাদশে না দেখে। খুব কম সময়ই এতজন পেসারকে একসঙ্গে ফিট পাওয়া যায়। এটিই দল নির্বাচনকে কঠিন করে তুলেছে।’

(ঢাকাটাইমস/১২ জুলাই/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :