যশোরের সিভিল সার্জনসহ নতুন ১৫ জনের করোনা শনাক্ত

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুলাই ২০২০, ১৪:৪৩

যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীনসহ জেলায় নতুন করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। রবিবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যারয়ের জেনোম সেন্টারের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।

সিভিল সার্জন জানান, গত শনিবার যবিপ্রবিতে ল্যাবে করোনা পরীক্ষার জন্য তার নমুনা দেওয়া হয়। রবিবার তার রিপোর্ট পজেটিব আসে। বর্তমানে তিনি শহরের সরকারি বাসভবনে আইসোলোশনে আছেন। তার অবর্তমানে ডা. আবু মাউদ ভারপ্রাপ্ত সিভিল সার্জনের দায়িত্বপালন করবেন বলে তিনি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে আবু মাউদ জানান, সকালে যবিপ্রবি থেকে সিভিল সার্জনসহ জেলার ১৫ জনের করোনা পজেটিব রিপোর্ট এসেছে। আক্রান্তদের বাড়ি শনাক্ত করে স্থানীয় প্রশাসন আইনগত পদক্ষেপ নেবে৷

তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত ৯৯৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৪ জনের আর সুস্থ হয়েছেন ৩৭৬ জন।

ঢাকাটাইমস/১২জুলাই/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :