অস্ট্রেলিয়া সফর নিয়ে বিরাটদের কড়া বার্তা দিলেন সৌরভ

প্রকাশ | ১২ জুলাই ২০২০, ১৪:৫৪

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

করোনা ভাইরাসের জেরে লকডাউন চলাকালীন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে কথা বলেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। অস্ট্রেলিয়া সফরে বিরাটের কাছ থেকে দলগত পারফরম্যান্স চেয়েছেন মহারাজ। সাফ জানিয়েছেন, কেবল ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে চিড়ে ভিজবে না। নিউজিল্যান্ডের মাটিতে ব্যর্থতার জ্বালা জুড়াতে অজিদের তাদের মাটিতে যে মাত করতেই হবে, তা টিম ইন্ডিয়ার অধিনায়ককে বুঝিয়ে দিয়েছেন বোর্ড সভাপতি।

২০১৮ সালে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে ২-১ ফলে টেস্ট সিরিজ হারিয়ে ইতিহাস রচনা করেছিল বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। কিন্তু সেই সিরিজে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথের অনুপস্থিতির পূর্ণ সুযোগ ভারত পেয়েছিল বলে বিশ্বাস করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সেকথা মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও। তাই বিরাটকে তার বার্তা, এবারের অস্ট্রেলিয়া সফর কিন্তু সহজ হবে না। কারণ এবার পুরো দল নিয়ে টিম ইন্ডিয়ার জন্য অপেক্ষা করবে অজি শিবির।

বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া যথেষ্ট শক্তিশালী বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিরাট কোহলি, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানের মতো ব্যাটসম্যানদের পাশাপাশি জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, ইশান্ত শর্মার মতো বোলারদের উপস্থিতিতে ভারতীয় দলের সামঞ্জস্য দুর্দান্ত বলে মনে করেন বিসিসিআই সভাপতি। প্রত্যেককে নিজেদের সেরাটা দিতে হবে বলে মনে করেন মহারাজ।

দলের প্রত্যেক ক্রিকেটারকে ফিট থাকারও পরামর্শ দিয়েছেন বিসিসিআই সভাপতি। দীর্ঘদিন ক্রিকেটের বাইরে বিরাটরা করোনা ভাইরাসের জেরে প্রায় পাঁচ ধরে বন্ধ রয়েছে ক্রিকেট। আগামী এক কিংবা দুই মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে কিনা, তারও কোনও নিশ্চয়তা নেই। কার্যত ছয় কিংবা সাত মাসের জড়তা ক্রিকেটারদের ফিটনেসে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অস্ট্রেলিয়া সফরকে মাথায় রেখে বিরাট কোহলিদের নিজ নিজ বাড়িতে নিয়মিত শরীরচর্চা চালিয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন বিসিসিআই সভাপতি।

ডিসেম্বরে যে ভারত অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে, সে ব্যাপারে নিশ্চিত বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে করোনা ভাইরাসের আবহে স্টিভ স্মিথদের দেশে বিরাট কোহলিদের কোয়ারেন্টাইনের দিন সংখ্যা কম হোক, সেই আশাই রাখেন মহারাজ।

(ঢাকাটাইমস/১২ জুলাই/এআইএ)