আমার কাছে বাবা মানে গোটা পৃথিবী

প্রকাশ | ১২ জুলাই ২০২০, ১৬:৩০

দেবাশীষ বিশ্বাস

'বাবা' মানে কি?

বাবা মানে, শত আবদারের এক অদ্ভুত ভান্ডার! বাবা মানে, 'চিন্তা কিসের? আমি আছি না!' বাবা মানে, শাসন শেষে অশেষ আদর! বাবা মানে, নিজের কষ্ট হলেও তা বুঝতে না দিয়ে সন্তানকে খুশী রাখা! বাবা মানে বটবৃক্ষ, প্রখর রোদে শীতল ছায়া!

বাবা মানে, সকল গল্পের পর্দার আড়ালে থাকা একজন মহানায়ক! আমার কাছে বাবা মানে গোটা পৃথিবী! আমার কাছে বাবা মানে পৃথিবীতে আমার অস্তিত্ব! আমার কাছে বাবা মানে আকাশ সমান অনুভূতির নাম!

আজ ১৪ বছর হয়ে গেল, আমার সেই আকাশটা নেই! শুধু অনুভূতিটাই রয়ে গেছে একলা, একাকী! সেটাকে সঙ্গী করেই চলেছি, চলছি!

বাবা, ও বাবা, একটু চেষ্টা করে দেখো না, স্বর্গ থেকে ভগবানের বিশেষ অনুমতি নিয়ে একটিবার এই পৃথিবীতে আসা যায় কিনা!

তোমার গোলাপী রঙের পা দুখানা একটু ছুঁয়ে দেখতাম! সারাজীবন আমার সব আবদার ই তো রক্ষা করলে! শেষ এই আবদারটা একটু রাখবে না?

লেখক: চলচ্চিত্র পরিচালক

ঢাকাটাইমস/১২জুলাই/এসকেএস