করোনায় সশস্ত্র বাহিনী ও তাদের পরিবারে ৭৮ জনের মৃত্যু

প্রকাশ | ১২ জুলাই ২০২০, ১৭:০২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সশস্ত্র বাহিনী ও তাদের পরিবারের ৬ হাজার ২০৫ জন আক্রান্ত হয়েছেন।  এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৭৮ জন।

রবিবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রবিবার পর্যন্ত সশস্ত্র বাহিনীতে কর্মরত ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে ৬ হাজার ২০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৭৫ জন। মারা গেছেন ৭৮ জন।

আইএসপিআর আরও জানায়, গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০৮ জন এবং কর্মরত ২ জন সেনা সদস্যসহ ১২ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসটি কেড়ে নিয়েছে আরও ৪৭ প্রাণ। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৩৫২ জন।  একই সময়ে আরও দুই হাজার ৬৬৬ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে।

এ নিয়ে এ পর্যন্ত শনাক্ত করোনা রোগীর সংখ্যা এক লাখ ৮৩ হাজার ৭৯৫ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও পাঁচ হাজার ৫৮০ জন।  এ নিয়ে মোট শনাক্ত রোগীদের মধ্য থেকে মোট সুস্থ হয়েছেন ৯৩ হাজার ৬১৪ জন।

ঢাকাটাইমস/১২জুলাই/ইএস