সাহেদ যেকোনো সময় গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ | ১২ জুলাই ২০২০, ১৮:২৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

করোনাভাইরাসের পরীক্ষায় জালিয়াতির অভিযোগে অভিযুক্ত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম যেকোনো সময় গ্রেপ্তার হবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জাজামান খাঁন কামাল। তার বিদেশে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন মন্ত্রী।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘সাহেদ বড় অন্যায় করেছেন, তার অপকর্মের ব্যাপারে ইতিমধ্যে র‌্যাব-পুলিশ তদন্ত শুরু করেছে। তাকে খোঁজা হচ্ছে, তিনি যেখানেই থাকুক, তাকে আত্মসমর্পণ করতে হবে, নতুবা পুলিশ তাকে ধরে ফেলবে। আইনশৃঙ্খলা বাহিনী শিগগির তাকে ধরতে সক্ষম হবে।’

রবিবার ঈদুল আজহা উপলক্ষে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভা শেষে মন্ত্রী এসব কথা বলেন।

সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, কোরবানির পশুর হাটের নিরাপত্তা ও চামড়া পাচার রোধকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায়, আইজিপি ড. বেনজীর আহমেদসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘সাহেদ যত বড় ক্ষমতাবানই হোন না কেন তাকে আইনের আওতায় আনা হবে। তার বিদেশ যাওয়ার কোনো সুযোগ নেই।’

মন্ত্রী বলেন, ‘সাহেদের সকল অপরাধ তদন্ত করা হচ্ছে, দ্রুত এ বিষয়ে প্রতিবেদন দেয়া হবে। সাহেদ কী ধরনের অন্যায় করেছে সেগুলো পুলিশ এবং র‌্যাব তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন পেলে তার অন্যায়ের গভীরতাটা কতটুকু জানা যাবে।’

সাহেদ দেশে আছে নাকি বাইরে চলে গেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের বাইরে যাওয়ারতো কোনো উপায় নাই। তার পাসপোর্ট জব্দ করা হয়েছে, বর্ডার যাতে ক্রশ করতে না পারে সে ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। আশা করি, শিগগিরই তাকে ধরতে সক্ষম হবো।’

(ঢাকাটাইমস/১২জুলাই/জেবি)