ইরাকে প্রতারকচক্র থেকে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস

প্রকাশ | ১২ জুলাই ২০২০, ২০:২২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতির কারণে ইরাকে বসবাসরত প্রবাসী বাংলাদেশিকর্মীদের দেশে ফেরানোসহ আকামা করে দেওয়ার প্রলোভন দেখাচ্ছে এক শ্রেণির প্রতারকচক্র। এই অবস্থায় প্রবাসী বাংলাদেশিদের এসব প্রতারকের প্রলোভনে পা না দেয়ার অনুরোধ জানিয়েছে ইরাকে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

রবিবার ইরাকের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ অনুরোধ জানিয়েছে।

এতে বলা হয়, কতিপয় অসাধু ব্যক্তি/প্রতিষ্ঠান ইরাকে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নানাভাবে প্রতারিত করে আসছে মর্মে জানা যাচ্ছে। আকামা করে দেবার নামে এবং বাংলাদেশে প্রেরণের কথা বলে ইরাক প্রবাসীদের নিকট থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে মর্মে জানা যাচ্ছে।

এসব প্রলোভনে পা না দেবার জন্য এবং এসব প্রতারকদের নিকট থেকে সাবধান হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছে দূতাবাস।

(ঢাকাটাইমস/১২জুলাই/এনআই/ইএস)