ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে থাকলে তৃপ্ত হই: চসিক মেয়র

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুলাই ২০২০, ২১:০৯

নগরীর কর্ণফুলী শাহ আমানত সেতু সংলগ্ন মেহেদী মসজিদের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের পক্ষ থেকে দেড় লাখ টাকা অর্থ সহায়তা দেয়া হয়েছে।

রবিবার সকালে টাইগারপাস্থ চসিক নগরভবনের মেয়র দপ্তরে সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন মসজিদ পরিচালনা কমিটির কাছে এই অর্থ সহায়তার চেক হস্তান্তর করেন।

এ সময় মেয়র বলেন, মসজিদসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে শরিক হতে পারলে নিজেকে তৃপ্ত মনে হয়। এ কাজে শুধু দান নয়, সওয়াবেরও অংশিদার হওয়া যায়।

মেয়র কর্নফুলী সেতু সংলগ্ন জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকায় মসজিদ স্থাপনের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। এ সময় সিজেকেএস কাউন্সিলর মো. সোলায়মান, সিজেকেএস কাউন্সিলর আবদুর রশিদ লোকমান, মসজিদের মোতোয়াল্লি আমান উল্লাহ আমান, মওলানা ইদ্রিস, হাসান মাহমুদ ও নুরুল আজিম উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১২জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :