ঝিনাইদহে করোনা উপসর্গে আরও দুজনের মৃত্যু

প্রকাশ | ১২ জুলাই ২০২০, ২১:৪৬

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝিনাইদহে করোনা উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- পৌর এলাকার খাজুরা জোয়ার্দ্দারপাড়া এলাকার মৃত নাসিম উদ্দিনের ছেলে। তিনি শহরের মুন্সি মার্কেটে দর্জির কাজ করতেন। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুখে থাকা অবস্থায় করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা যান।

এদিকে গেল রাতে শহরের চাকলাপাড়ার মসলেম শেখের ছেলে সামছুল আলী করোনা উপসর্গ নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সে শহরের পোস্ট অফিস মোড়ের আলী গার্মেন্টস এর মালিক।

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের জানাজা শেষে ইসলামিক ফাউন্ডেশন গঠিত কমিটির সদস্যরা তাদের লাশ দাফন সম্পন্ন করেছে। কমিটি এ পর্যন্ত জেলায় ২৩ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গে মৃত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করেছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১২জুলাই/এলএ)