বিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুলাই ২০২০, ২১:৫২

দিনাজপুরের বিরামপুরে বড়ভাইয়ের সাথে কলাগাছের ভেলায় বাড়ির পাশের ডোবায় খেলতে গিয়ে নাহিয়ান আহম্মেদ লিমন নামে দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার কাটলা ইউনিয়নের চকান্দেব গ্রামে নিজ বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে ওই শিশুটির মৃত্যু হয়। নিহত লিমন ওই গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

কাটলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন জানান, শিশুটির বাড়ি সংলগ্ন দক্ষিণ পাশে নিচু একটি পরিত্যক্ত জমি বৃষ্টির পানিতে জলাবদ্ধ হয়। দুপুরে শিশুটির মা বাড়িতে গোসল করছিলেন। এসময় শিশুটি তার বড়ভাই স্বাধীনের সাথে ওই ডোবায় কলাগাছের ভেলায় খেলছিল। গোসল শেষে ছেলেকে কোথাও দেখতে না পেয়ে বাড়ির বাইরে খোঁজাখুঁজি করেন। পরে ওই ডোবায় ডুবে থাকা অবস্থায় তিনি লিমনকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জমান মনির বলেন, বাড়ির পাশের ডোবায় ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়টি শোনার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১২জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :