৯৯৯-এ কল, আটকে পড়া ট্রাকচালককে উদ্ধার

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুলাই ২০২০, ২১:৫৫

গভীর রাতে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এসময় ট্রাকচালক ট্রাকের ভেতর আটকা পড়লে এলাকাবাসী এসে অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। সর্বশেষ তারা জাতীয় সেবা ট্রিপল নাইনে (৯৯৯) কল দিলে ভোলার ফায়ার সার্ভিস কর্মীরা এসে চালককে উদ্ধার করে। ঘটনাটি ঘটে ভোলা সদর উপজেলার আলী নগর ইউনিয়নের মাদ্রাসা বাজার সংলগ্ন বিশ্বরোডে।

ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মাদ্রাসা বাজারের দক্ষিণ পাশে বিশ্বরোডে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে ধুমড়ে মুচড়ে যায়। এতে করে ট্রাকচালক রুহুল আমীনের (২৫) পা অস্বাভাবিকভাবে গাড়ির ভেতর আটকা পড়ে। স্থানীয়রা ড্রাইভারকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেয়। ট্রিপল নাইন থেকে ভোলা ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে অত্যাধুনিক উদ্ধারকারী সরঞ্জামাদি মাধ্যমে ট্রাক ড্রাইভারকে জীবিত উদ্ধার করে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত অ্যাম্বুলেন্সে করে ভোলা সদর হাসপাতালে পৌঁছে দেয়। বর্তমানে ট্রাক ড্রাইভার রুহুল আমিন সুস্থ আছেন বলেও জানান ফায়ার সার্ভিস কর্মীরা।

(ঢাকাটাইমস/১২জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :