সাতক্ষীরার বিলে কৃষকের রক্তাক্ত লাশ

প্রকাশ | ১২ জুলাই ২০২০, ২১:৫৪ | আপডেট: ১২ জুলাই ২০২০, ২১:৫৮

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস

সাতক্ষীরার তালা উপজেলায় রাশেদুল ইসলাম সরদার (৪০)নামে এক কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের তৈলকুপি গ্রামের একটি বিল থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত রাশেদুল ইসলাম তৈলকুপি গ্রামের মৃত মিরাজ উদ্দীন সরদারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, শনিবার রাতে রাশেদুল গ্রামের ডুরির বিলে তার সবজি ও মৎস্য খামারে যান। রবিবার সকাল পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে দুপুরে স্থানীয় অন্যান্য কৃষকরা রক্তাক্ত লাশ ডুরির বিলে পড়ে থাকতে দেখে রাশেদুলের পরিবারকে খবর দেন। পরে তার পরিবারের লোকজন তাকে দেখার পর পুলিশে খবর দেয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহেদ মুর্শেদ জানান, নিহতের গায়ের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আসল তথ্য জানা যাবে। তবে হত্যার রহস্য উদঘাটনে পুলিশ ইতিমধ্যে মাঠে নেমেছে।

ঢাকাটাইমস/১২জুলাই/পিএল