রাজশাহী-চাঁপাই-নাটোরের ৮২ জনের করোনা শনাক্ত

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ১২ জুলাই ২০২০, ২২:৪৬

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে একদিনেই ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। রবিবার নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। এদের মধ্যে ৪৮ জনই রাজশাহীর বাসিন্দা। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ২১ এবং নাটোরের ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বুলবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার মোট ১৭৭টি নমুনা পরীক্ষা করে ৮২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের বিষয়ে তিন সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনকে জানানো হয়েছে।

রাজশাহীর আক্রান্ত ৪৮ জনের মধ্যে ৩২ জনই আছেন নগরীতে। এদের মধ্যে ২৬ জন নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। তিনজন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত। র‌্যাব-৫ এর সদস্য দুজন।

এছাড়া রাজশাহী মেডিকেল কলেজের একজনের করোনা পজিটিভ পাওয়া গেছে। রাজশাহীর বাকি আক্রান্তদের মধ্যে পাঁচজনের বাড়ি গোদাগাড়ী, ১০ জনের বাড়ি পবা এবং একজনের বাড়ি তানোর।

রাজশাহীর নতুন ৪৮ জন শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৬৪৯ জনে দাঁড়াল। এর মধ্যে ১ হাজার ২৬৬ জনই নগরীর বাসিন্দা। রাজশাহীতে এ পর্যন্ত করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৩২১ জন।

(ঢাকাটাইমস/১২জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :