খারিজ হয়ে গেল রোনালদিনহোর মুক্তির আবেদন

প্রকাশ | ১২ জুলাই ২০২০, ২২:৫১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

খারিজ হয়ে গেল মুক্তির আবেদন। নজরদারির মধ্যেই গৃহবন্দি হয়ে থাকতে হবে রোনালদিনহোকে। বিশ্বখ্যাত ফুটবলার রোনালদিনহো ও তাঁর ভাই রবার্টোকে গত ৪ মার্চ ভুয়ো পাসপোর্ট ব্যবহার করে প্যারাগুয়ে যাওয়ার অপরাধে গ্রেপ্তার হতে হয়।

তবে এপ্রিল মাসে অবশ্য তাঁদের প্রায় সাড়ে ১৩ কোটি টাকা দিয়ে জামিনে পালমারোগা হোটেলে স্থানান্তরিত করা হয়।

কিন্তু এবার আবেদন মঞ্জুর না হওয়ায় নজরবন্দিই থাকতে হবে তাঁদের। তবে রোনালদিনহো ও তাঁর ভাই অবশ্য ভুল করেছেন বলে মেনে নিতে রাজি নন। প্যারাগুয়েতে একটা বই প্রোমোশন করতে গিয়ে সঠিক নথি দেখাতে না পারায় গ্রেপ্তার হয়েছিলেন এই দুজন। এমনটাই খবর মিলেছে সেখানকার স্থানীয় সংবাদমাধ্যম মারফত।

রোনালদিনহোর ফুটবল ক্যারিয়ার ঝকঝকে। ব্রাজিলের এই প্রাক্তন ফুটবলার ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিলেন। দুবার ফিফা বিশ্ব সেরা ফুটবলারও হয়েছেন। খেলেছেন বার্সালোনা, পিএসজির মতো তাবড় তাবড় ক্লাবে।

(ঢাকাটাইমস/১২ জুলাই/এসইউএল)