সাহেদ-সাবরিনা ও তাদের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদকি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ জুলাই ২০২০, ১১:২১ | প্রকাশিত : ১৩ জুলাই ২০২০, ১০:১৬

রিজেন্ট হাসপাতালের মালিক ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ এবং জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তাদের নামে থাকা ব্যাংক হিসাবের সব তথ্য চেয়ে তফসিলি ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়েছে।

এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) গতকাল রবিবার বিকালে সাহেদ-সাবরিনার ব্যাংক হিসাব জব্দ করার জন্য সব ব্যাংককে চিঠি দেয়। আর ব্যাংক হিসাবের সব তথ্য সাত দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

এনবিআর সূত্র ঢাকাটাইমসকে এসব তথ্য নিশ্চিত করে।

সাবরিনার স্বামী জেকেজির প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরী ও রিজেন্ট হাসপাতালের পরিচালক ইব্রাহিম খলিলের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।

এ ছাড়া সাহেদের রিজেন্ট হাসপাতাল, রিজেন্ট কেসিএস, সাবরিনার জেকেজি হেলথকেয়ার, ওভাল গ্রুপ লিমিটেডের সব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

লোকজনের কাছ থেকে টাকা ও সেম্পল নিয়ে কোনো পরীক্ষা ছড়াই করোনাভাইরস রিপোর্ট দেওয়ার প্রতারনার অভিযোগে সাবরিনাকে গতকাল রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

একই অপরাধে রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদকে গ্রেপ্তারের জন্য খুঁজছে পুলিশ। সম্প্রতি রিজেন্ট হাসপাতালে অভিযানের পর থেকে পলাতক সাহেদ।

(ঢাকাটাইমস/১৩জুলাই/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :