নীরবে কাঁদতেন টিম পেইন

প্রকাশ | ১৩ জুলাই ২০২০, ১০:৩৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

প্রায় এক দশক আগে আঙুলে চোট পাওয়ার পর টিম পেইনের ক্রিকেট ক্যারিয়ার পড়েছিল হুমকির মুখে। আত্মবিশ্বাস এতটা তলানিতে পৌঁছে গিয়েছিল যে, ব্যাট হাতে মাঠে নামতেই ভয় পেতেন তিনি। অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে কাঁদতেন ঘরে বসে।

মানসিক স্বাস্থ্য নিয়ে ‘বাউন্স ব্যাক পডকাস্ট’-এ নিজের জীবনের খারাপ সময় নিয়ে কথা বলেছেন পেইন।

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন পেইন। ক্যারিয়ারের শুরুটা দারুণ হলেও চোটে হারিয়ে যেতে বসেন এই তারকা। চোট কাটিয়ে মাঠে ফেরার পর মাঠে নামতেই ভয় পেতেন তিনি।

জীবনের সেই কঠিন সময়গুলো নিয়ে পেইন বলেন, ‘ট্রেনিং ও খেলা শুরু করার পর অবস্থা খুব খারাপ ছিল না। কিন্তু গতিময় বোলারদের খেলতে গিয়েই সমস্যার শুরু হয়। বোলার যখন দৌড় শুরু করত, আমার কেবলই মনে হতো, আবার না আঙুলে লাগে! আত্মবিশ্বাস পুরো হারিয়ে ফেলি। ব্যাটিংয়ে সময় বল দেখার বদলে কেবল ভাবনায় থাকত যে গায়ে লাগবে বা কী না জানি হয়! খেতে পারছিলাম না, ঘুমাতে পারছিলাম না। প্রতিটি ম্যাচের আগেই নার্ভাস লাগত। ভয়ঙ্কর সময় ছিল তখন। খেলায় আমার পালা যখন আসত, অসহ্য লাগত। কারণ আমি নিশ্চিত ছিলাম যে ব্যর্থ হবো। কেউই জানত না আমার মানসিক অবস্থা, সবচেয়ে কাছের বন্ধুও নয়, এমনকি আমার সঙ্গিনীও নয়।’

পেইন আরো বলেন, ‘আমার মনে আছে, এমনও দিন গেছে, সে (বান্ধবী) কাজে গেছে, আমি সোফায় বসে কাঁদছি। খুবই বিরক্তিকর ও যন্ত্রণাময় অভিজ্ঞতা সেটি, ব্যাখা করা কঠিন। কেবলই মনে হচ্ছিল, অনেক মানুষকে হতাশ করে চলেছি আমি।’

(ঢাকাটাইমস/১৩ জুলাই/এআইএ)