বন্যায় সুনামগঞ্জে বিশুদ্ধ পানির সংকট

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ১৩ জুলাই ২০২০, ১৪:১৬

বন্যায় সুনামগঞ্জের অনেক এলাকায় বসত বাড়িসহ টিউবওয়েল ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। ফলে ডায়রিয়া ও পানি বাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে বলে মনে করছেন সচেতন মহল। তবে বিশুদ্ধ পানি সরবরাহের প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে সুনামগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সুনামগঞ্জ পৌর এলাকা ও প্রতি উপজেলায় পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট দেওয়া হয়েছে।

এদিকে দ্বিতীয় দফা বন্যায় জেলার সুনামগঞ্জ-তাহিরপুর, তাহিরপুর বাদাঘাট সড়কে সড়কে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে। জেলার স্বাস্থ্য কমপ্লেক্সে,স্বাস্থ্য কেন্দ্র, বিভিন্ন স্থাপনা পানিতে তলিয়ে গেছে। জেলার তাহিরপুর উপজেলার নিম্নাঞ্চলের অর্ধশতাধিক গ্রামের লাখো মানুষ পানিবন্দি হওয়াসহ বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন।

জেলা শহরের জামতলা এলাকার আশরাফুল ইসলাম সুমন বলেন, ‘আমাদের টিউবওয়েল পানির নিচে। জমানো কিছু পানি ছিল সেটা দিয়েই চলছে। সবকিছু নিয়ে বড় বিপদে আছি।’

বালিজুড়ি ইউনিয়নের ইউপি সদস্য দক্ষিণকূল গ্রামের বাসিন্দা বাবুল মিয়া জানান,পানির তোড়ে দক্ষিণকূল গ্রামের সকল রাস্তাঘাট ভেঙ্গে গেছে। গ্রামের মানুষ রান্নাবান্নার কাজ করতে পারছে না। শুকনো খাবার সংগ্রহ করে তাদের খাবারের চাহিদা মেটাচ্ছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, বন্যায় তাহিরপুরের গ্রামীণ অবকাঠামো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসন বন্যার্তদের পাশে থাকার চেষ্টা করছে।

সুনামগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম বলেন, ‘যেখানে টিউবওয়েলের ব্যবস্থা নেই সেখানে আমরা অস্থায়ী টিউবওয়েল স্থাপনের ব্যবস্থা করার পরিকল্পনা করছি। পানি সংক্রান্ত যেকোনো অসুবিধায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করা হবে।’

সুনামগঞ্জ জেলা প্রশাসক আব্দুল আহাদ জানান,বন্যায় দুর্গতদের জন্য প্রয়োজনীয় শুকনো খাবার, বিশুদ্ধ পানি, অর্থসহ বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি উপজেলায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

ঢাকাটাইমস/১৩জুলাই/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :