ঘাটাইলে চাঁই তৈরি ও বিক্রিতে ব্যস্ত কারিগররা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জুলাই ২০২০, ১৬:০৬

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন নিচু জমিতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে কদর বেড়েছে মাছ ধরার বিভিন্ন যন্ত্র চাঁইয়ের। উপজেলায় চাঁই তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। সরেজিমনে দেখা গেছে, উপজেলার সাগরদিঘী সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে চাঁই নিয়ে বসে আছেন বিক্রেতারা। এছাড়া সাগরদিঘীতে সপ্তাহে দুইদিন মাছ ধরার বিভিন্ন যন্ত্রের হাট বসে।

সাগরদিঘী বাজারে চাঁই বিক্রি করতে আসা সামেজ উদ্দিন জানান, প্রায় ৩০ বছর ধরে তিনি মাছ ধরার যন্ত্র তৈরির কাজে জড়িত। বর্ষায় এসব মাছ ধরার সামগ্রীর কদরও বহুগুণে বেড়ে যায়। এসময় চাঁই, ছোট পার, বড় পারসহ বিভিন্ন যন্ত্র তৈরি করেন তিনি। বাঁশ, সুতা ও প্লাস্টিকের রশি দিয়ে এসব তৈরি করা হয়।

উপজেলার সাগরদিঘী ইউনিয়নের বেতুয়াপাড়া গ্রামের লোকমান আলীর বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের সকল সদস্য মিলে তৈরি করছেন মাছ ধরার বিভিন্ন যন্ত্র।

তিনি জানান, প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে চাঁই তৈরির কাজ। সকাল থেকে রাত পর্যন্ত দম ফেলার সময় নেই কারো।

চাঁই বিক্রেতা আব্দুল লতিফ জানান, ১০০টি চাঁই তৈরি করতে প্রায় ৪৫০০ টাকা খরচ হয় তার।যা বিক্রি করা যায় ছয় থেকে সাত হাজার টাকা।

উপজেলা মৎস কর্মকর্তা তাহমিনা খানম জানান, উপজেলার মাছ ধরার এসব কারিগরদের জন্য সরকার থেকে কোনো ধরনের বরাদ্দ নেই।

ঢাকাটাইমস/১৩জুলাই/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :