করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরায় কৃষকের মৃত্যু

প্রকাশ | ১৩ জুলাই ২০২০, ১৬:৪৬

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে মেডিকেল কলেজ হাসাপাতালের আইসোলেশনে তিনি মারা যান।

মৃত ওই কৃষকের নাম আকতার হোসেন (৫২)। তিনি সদর উপজেলার ঘোনা গ্রামের মৃত মিরাজ আলীর ছেলে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রবিবার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন ওই কৃষক। এরপর সোমবার ভোরে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে। ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তার বাড়ি লকডাউন করা হয়েছে।

এদিকে, এ নিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬টি রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছে সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।

(ঢাকাটাইমস/১৩জুলাই/এলএ)