ঝড়ে একমাত্র আশ্রয়স্থল হারিয়েছেন সদাইরং ত্রিপুরা

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জুলাই ২০২০, ১৮:২২

মানুষের বাড়ি বাড়ি ঘুরে যা পেতেন, দিন শেষে তা নিয়ে নিজের ছোট্ট কুঁড়ে ঘরে ফিরতেন সদাইরং ত্রিপুরা। সেই ঘরটিও গত রবিবার সকালে ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাধীন ২ নং বাটনাতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পতিরাম পাড়ার এই বৃদ্ধার বয়স আনুমানিক ৯০ বছর। স্বামী সন্তান বলতে কেউ নেই তার। চালাচলের একমাত্র মাধ্যম হাতের লাঠি।

মানুষের সাহায্য সহযোগীতায় জীবনের দীর্ঘ সময় পার করেছেন এই বৃদ্ধা। বর্তমানে অন্যের বাড়িতে কাজ-কর্ম করার ক্ষমতাও তার নেই। অধিকাংশ সময় অনাহারে-অর্ধাহারে দিন কাটে। তাই মানুষের কাছে হাত পেতেই কোনো রকম খেয়ে না খেয়ে দিন কাটে তার।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য জহিরুল হক ভুঁইয়া বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। আপনার মাধ্যমেই জানতে পারলাম। খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’

এ বিষয়ে একই কথা বলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামাল উদ্দিনও।

২ নং বাটনাতলী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মোহন জানান, পতিরাম পাড়ার সদাইরং ত্রিপুরা নামে ওই নারীর ঘরটি ভেঙ্গে গিয়েছে। তার জন্য শুকনা খাবারসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয় হচ্ছে।

ঢাকাটাইমস/১৩জুলাই/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :