করোনায় মারা গেলেন ঢাকা টাইমসের উপমহাব্যবস্থাপকের বাবা

প্রকাশ | ১৩ জুলাই ২০২০, ২১:১৩ | আপডেট: ১৫ জুলাই ২০২০, ১০:৩৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন দৈনিক ঢাকা টাইমসের উপমহাব্যবস্থাপক সহিদুল হাসান লিংকনের বাবা মো. হারেছ। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার বিকাল পৌনে ছয়টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

প্রায় মাসখানেক ধরে সহিদুল হাসান লিংকনের বাবা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। তার গ্রামের বাড়ি বরিশালে মেহেন্দীগঞ্জ।

রাত নয়টার দিকে রায়েরবাজারের বুদ্ধিজীবী কবরস্থানে মো. হারেছকে দাফন করা হয়।

সহিদুল হাসান লিংকনের বাবার মৃত্যুতে শোকাহত ঢাকা টাইমস পরিবার।

উপমহাব্যবস্থাপকের বাবার মৃত্যুকে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক ঢাকা টাইমস, ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক এই সম্পাদক আরিফুর রহমান দোলন। তিনি মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

(ঢাকাটাইমস/১৩জুলাই/বিইউ/জেবি)