জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জুলাই ২০২০, ২২:০৬

যমুনার পানি বাড়তে থাকায় জামালপুরের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। জেলার তিন লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় পানিবন্দি এসব মানুষের দুর্ভোগ বেড়েছে। সব চেয়ে বেশি বিপাকে পড়েছে দিন মজুর ও নিম্নআয়ের মানুষরা। তাদের অভিযোগ, গত তিন দিন ধরে নতুন করে বন্যা কবলিত হলেও এখন পর্যন্ত কোনো ত্রাণ পায়নি তারা।

তবে জেলা প্রশাসক এনামুল হক জানান, পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে বানভাসী মানুষের মাঝে পর্যায়ক্রমে এসব দেওয়া হবে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ জানান, সোমবার দুপুর ৩টায় যমুনার পানি বাহাদুরবাদঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। স্বাভাবিকের অতিরিক্ত মাত্রায় পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। আগামী দুই সপ্তাহ পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ঢাকাটাইমস/১৩জুলাই/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :